নিজস্ব সংবাদাতা, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ঃ
পার্বত্য বিয়ষক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি চৈক্ষ্যং ইউনিয়নে মান্নান মেম্বার পাড়া একটি ব্রিরিজের ম্যাপ নিয়েছেন আলীকদম উপজেলার প্রকৌশলী ইঞ্জিনিয়ার মহিউদ্দিন। আজর (৭ নভেন্বর) রেপার পাড়া বাজার থেকে মন্নান মেম্বারপাড়া ১৫০ ফিট ব্রিজের ম্যাপ নির্ধারণ করেন আলীকদম এলজিইডি ইঞ্জিনিয়ার প্রকৌশলী। ব্রিরিজের মাপ নেওয়ার সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মারমা, চেয়ারম্যান ও মেম্বার স্থানীয় ব্যক্তিবর্গ ব্রিজের ম্যাপ কাজে সহযোগিতা করেন। দীর্ঘ ১০ বছর পরে ৩০০ পরিবারের মাঝে মেজে জামান পাড়ায় পার্বত্য বিয়ষক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সহযোগিতায় ১৫০ ফিট দৈর্ঘ্য একটি ব্রিজ ম্যাপ নির্ধারিত করায় অনেক আনন্দিত এবং আনন্দের সাথে স্থানীয় জনগণ সহযোগিতা করে। এ সময় উপস্থিত ছিলেন ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রহমান আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মারমা, ৪ নং ওয়ার্ডের মেম্বার অলিউর রহমান, রেপার পাড়া বাজার চৌধুরী রফিকুল ইসলাম ও স্থানীয় শত শত জনগণ উপস্থিত ছিলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: Slot Winita con grafica avanzata
Pingback: สล็อตเว็บตรง
Pingback: av
Pingback: 電子煙
Pingback: รับจำนำรถ
Pingback: บริษัทรับสร้างบ้าน