সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম নয়াপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ (৭ নভেম্বর) বিকালে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সায়েদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) জনাব কাজী রকীব উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কফিল উদ্দিন( বি,এস,সি),৩ নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ফোগ্য মার্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ মনসুর রহমান,উপজেলা রিচোর্স সেন্টারের ট্রেনিং অফিসার জনাব মোঃ আলমগীর, নয়াপাড়া সঃ প্রাঃবিঃ প্রধান শিক্ষক বাবু বিপ্লব চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বক্ত্যার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। বক্তব্যরা তখন বলেন যেহেতু সময় কম, তাই মেইন বই বারবার পড় এবং তা থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন বানিয়ে নিজে নিজে টেস্ট দাও। ছোট প্রশ্নগুলোও এটি থেকে খুব সহজে ভাল করতে পারবা।ভুল যাতে না হয় সেগুলোকে সংশোধন করে তবেই খুব সহজে ভালো ফলাফল অর্জন করতে পারবে। আলীকদমে নয়াপাড়া সঃ প্রাঃ বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল করা হয়।তখন জনাব মোঃ জাহাঙ্গীর আলম বাদশার সভাপতিত্বে বিদায় অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: lab grown diamonds
Pingback: เว็บปั้มไลค์
Pingback: 1win app scaricare
Pingback: คลินิกกายภาพบำบัด ใกล้ฉัน
Pingback: toybf
Pingback: รับทำแพคเกจจิ้ง