সিএন নিউজ২৪.কম নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষের সময় ছাত্রাবাসে ভাঙচুর ও শিক্ষকের উপর হামলার ঘটনায় ৩৭ জনকে বিভিন্ন ধরনের সাজা দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১৬ ছাত্রকে ছয় মাসের জন্য বহিষ্কার, সাতজনকে ২০ হাজার টাকা করে, ১২ জনকে পাঁচ হাজার টাকা করে এবং জরিমানা দুইজনকে সতর্ক করা হয় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর মোমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো- রবিউল হক চৌধুরী (কৃষি), মো. জহিরুল ইসলাম(ব্যবসায় প্রশাসন) , মো. আবদুর রহিম সিয়াম(কৃষি), জাহিদ হাসান শুভ(ইএসডিএম),কাজী আশরাফুল হক লিসান(ইএসডিএম),ইয়াসিন আরাফাত তারেক(ইএসডিএম),মো. শফিউর রহমান অন্তর(বিজিই),মো. সাইফুল্লাহ সনি(সিএসটিই),অর্নব সরকার(সমাজ কর্ম), মো. তৌহিদুল ইসলাম(কৃষি), মো. আল ইমরান(আইসিই),আবদুল্লাহ আল মাসুদ(ফলিত গণিত), ওমর ফারুক(কৃষি), মো. মিরাজ মাহতাব(ইংরেজি) ,আবদুল্লাহ আল নোমান(অর্থনীতি),কে এস এম সায়েম(মাইক্রোবায়োলজী) গত ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুস সালাম হলে ছাত্রলীগের সভাপতি রবিন ও সাধারণ সম্পাদক ধ্রুব এর গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় ভাঙচুর চালিয়ে ছাত্রাবাসের ব্যাপক ক্ষতি করে এবং বিশ্ববিদ্যালয়ের আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমদের উপরও হামলা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল অর্নির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং ২ সেপ্টেম্বর ওই হলে অভিযান চালিয়ে বিপুল দেশি অস্ত্র উদ্ধার করে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
২ মন্তব্য
Pingback: small bio ethanol burner
Pingback: ระบบเทรด ea forex