মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আনন্দ উল্লাস ও বনভোজন এর মধ্য দিয়ে ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের আয়োজনে দিনব্যাপী আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকাল থেকে দিনব্যাপী টুর্নামেন্টে বিভাগের মাস্টার্সসহ ১০ম, ১১তম, ১২তম, ১৩তম ও ১৪ তমব্যাচ অংশগ্রহণ করে। বিভাগের সহকারী অধ্যাপক শুভ ভৌমিক ও আকরাম উল্লাহ এর পরিচালনায় এসময় বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকারসহ শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ৬ টি টিমের দুইটি গ্রুপ করে খেলা শুরু হয় এবং মাস্টার্স ও ১৩তম ব্যাচের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলে উক্ত খেলায় মাস্টার্স চ্যাম্পিয়ন ও ১৩তম ব্যাচ রানার্সআপ হয়। খেলা শেষে বিভিন্ন ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ, সিরিজসহ চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের মধ্যে পুরষ্কার বিতরনীর মাধ্যমে উক্ত আয়োজন সমাপ্ত হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: Magic mushroom capsules Canada
Pingback: mk8
Pingback: Megac4 สล็อตเปิดใหม่
Pingback: OligioX
Pingback: z16