নিজস্ব সংবাদ দাতা, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান সদর উপজেলা কুহালং ইউনিয়নে চাকমা পাড়ার সাতটি বসতঘরে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ১০টা দিকে সদর উপজেলা থেকে দশ কিলোমিটার দূরে কাট্টলি চাকমা পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী। কাট্টলি পাড়ার কারবারী (পাড়াপ্রধান) ধারজচন্দ্র চাকমা জানান, বৃহস্পতিবার রাতে পাড়ায় ‘একদল লোক আসে। হঠাৎ কয়েকটি ঘরে ভাঙচুর করেন। পরে আগুন দেয়া হয়। এতে সাত পরিবারের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ওই পাড়াপ্রধান আরও জানান, একসময় ওই পাড়ায় ১১টি চাকমা পরিবার ছিল। কয়েক পরিবার অন্যত্র চলে যাওয়ায় এখন আট পরিবার বসবাস করত। ‘আগুনে নিঃস্ব হয়ে পাশে আরেকটি চাকমা পাড়া কোলক্ষ্যংছড়া এলাকায় আশ্রয় নিয়েছি’ জানান পাড়ার কারবারী ধারজচন্দ্র। কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মারমা জানান, এলাকাবাসীর মাধ্যমে ভোরে আগুন লাগার কথা শুনেছি। প্রশাসনকে জানানো হয়েছে। বান্দরবান সদর থানার ওসি শহিদুল আলম চৌধুরী বলেন, ঘটনা শুনেছি মাত্র। বিস্তারিত খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: Phuket Videographer Photographer
Pingback: briansclub
Pingback: หนองใน
Pingback: แทงหวย24
Pingback: ทำความรู้จัก mm88big
Pingback: uwin เว็บหวยออนไลน์
Pingback: แทงหวยออนไลน์