নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ছাত্র-শিক্ষক সমাবেশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া পুলিশ সুপার, পিপিএম (বার) এস.এম তানভীর আরাফাতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রধান বক্তা খুলনা রেঞ্জের ডিআইজি বিপিএম (বার) ড. খন্দকার মহিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন,”বাংলাদেশ এখন কেবলই উন্নয়নের গল্প। কিন্তু সমস্ত অর্জন, সমস্ত লাভের গুর পিঁপড়ায় খেয়ে যাবে যদি এই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের যুব সমাজ কোন ভুল প্রণোদনায় মাদকেচুর হয়ে থাকে, নেশায় বোধ হয়ে থাকে কিংবা জঙ্গীবাদের দিকে ধাবিত হয়। সন্ত্রাস এবং জঙ্গীবাদের মধ্যে সন্ত্রাসকে আমি হাইফেন হিসেবে দেখতে চাইব। কারণ সন্ত্রাস হাইফেন হিসেবে মাদকের সঙ্গেও যায় জঙ্গীবাদের সঙ্গেও যায়। তবে আমি উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়ে বলতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার মাদক, জঙ্গীবাদ এবং সন্ত্রাসকে না বলে। যা কিছু ভালো ইসলামী বিশ্ববিদ্যালয় তার সাথে রয়েছে।” এছাড়াও সমাবেশের প্রধান বক্তা ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন,”আমি তো চাই না আমার রাষ্ট্র করাচী, ইয়েমেন কিংবা আফগানিস্তান হবে। ২০০১, ২০০৫, ২০১৬ বহুবার ৬৩ জেলায় বোম্বিং করা হয়েছে। সে ধারাবাহিকতা তাদের ভেতর চলতে থাকতো আজকে আমরা কোথায় থাকতাম? বিগত ১০ বা ১২ বছর ধারাবাহিকতা যদি চলতে থাকতো রাষ্ট্র আজকে কোথায় থাকতো? আর আজকে আমরা কোথায় আছি? টেররিজম থাকবে না এদেশে, করতে দিব না এদেশে, ডিআইজি হিসেবে আমি বলে দিয়ে যাচ্ছি।” এরপর কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে সমাবেশ শেষে স্থানীয় শিল্পী গোষ্ঠী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: situs toto
Pingback: Mega Moolah
Pingback: เน็ตบ้าน ais
Pingback: checkslip
Pingback: ฝ้าฮอร์โมน
Pingback: พรมรถ
Pingback: learn the facts here now