প্রচ্ছদ / প্রচ্ছদ / প্রিন্স রাসেল ও তৃষ্ণা’ জুটির নতুন গান “তোমাকে ছাড়া”

প্রিন্স রাসেল ও তৃষ্ণা’ জুটির নতুন গান “তোমাকে ছাড়া”

সাজেদুর আবেদিন শান্তঃ

ভালোবাসা দিবস উপলক্ষ্যে ১৩ ফ্রেব্রুয়ারি বিকেল ৫ টায় প্রিন্স রাসেল ও এস কে তৃষ্ণা’র মডেলিংয়ে প্রকাশিত হতে যাচ্ছে মিউজিক ভিডিও “তোমাকে ছাড়া”। মাটি রহমান’র গাওয়া মেলোডি গানটির কথা ও সুর করেছেন-ফিদেল নাঈম। সংগীত করেছেন আদনান ভূঁইয়া। মিউজিক হাট এর ব্যানার গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা বিকে শাহীন খান।

প্রিন্স রাসেল বলেন-“গানটির কথা, সুর,সংগীত ও গায়কিতে চমৎকার মেলোডির ছোঁয়া রয়েছে। বিকে শাহীন খানের সুন্দর গল্পভাবনা ও নির্মাণ শৈলিতে ভিডিওটিতে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আশা করছি দর্শক-শ্রোতারা মুগ্ধ হবেন”। এস কে তৃষ্ণা বলেন-“গানটিতে অভিনয় করে আমার ব্যাপক ভালো লেগেছে। বিশেষ করে গল্পভাবনাটা দারুণ।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৪ মন্তব্য

  1. Pingback: tap to open

  2. Pingback: i like this

  3. Pingback: เว็บปั้มไลค์

  4. Pingback: Uuodiyala