সিএন নিউজ অনলাইন ডেস্কঃ
ভারতের সঙ্গে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশি ক্রিকেটাররা ভেঙে ভেঙে দেশে ফিরছেন। এটা একদিকে যেমন মিডিয়ার ভয়ে, অন্যদিকে কয়েকজন আবার ব্যক্তিগত কারণে বোর্ডের অনুমতি নিয়ে থেকে গেছেন কলকাতায়। তাদের মাঝে অন্যতম লিটন দাস। এই সুপার স্টাইলিস্ট উইকেটকিপার ব্যাটসম্যান এখন সস্ত্রীক কলকাতায় অবস্থান করছেন। বিয়ের পর স্ত্রী সঞ্চিতাকে নিয়ে প্রথমবার বিখ্যাত এই শহরে গেছেন লিটন। গতকাল মঙ্গলবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান এই দম্পতি।
দুজনে মজা করে ঘুরে দেখেছেন শপিং মল। চলছে কেনাকাটা। তালিকায় রয়েছে মোবাইল থেকে জামা কাপড়। সেই শপিংয়ের ছবি তিনি শেয়ার করছেন সোশ্যাল সাইটে। আগামীকাল বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে লিটন দম্পতির। লিটন-সঞ্চিতা ফিরে আসলেও আরও দিন তিনেক কলকাতা শহরে থেকে যাবেন ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো খেলা মুশফিকের পরিবারও এখন কলকাতায় অবস্থান করছেন।
উল্লেখ্য, কলকাতার ইডেন গার্ডেনে গোলাপি বলে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচ মাত্র ২ দিন ৪৫ মিনিটে শেষ হয়ে যায়। টেস্ট ম্যাচের প্রথম দিন মোহাম্মদ সামির বলে মাথায় চোট পান লিটন। ভারতীয় পেশারের বাউন্সার মারতে গিয়ে হেলমেটে লাগে। সাবলীল ব্যাটিং করতে করতে ২৪* রানের মাথায় মাঠ ছাড়েন তিনি। ড্রেসিংরুমে ফিরে অস্বস্তি বোধ করায় শহরের এক বেসরকারি হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যান করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ডাক্তাররা তাকে বিশ্রামের পরামর্শ দেন। যে কারণে ইডেন টেস্টে আর খেলা হয়নি তার।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: daha çox oxuyun
Pingback: ถมที่ดินสมุทรสงคราม
Pingback: รับจด อย ด่วน
Pingback: Invest in Go X scooters
Pingback: Giffarine
Pingback: bio ethanol corner fireplace