নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়ের উপর হামলার ঘটনায় মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জিয়া মোর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে তারা অনিক রায়ের উপর হামলাকারীদের বিচারের দাবী জানায়। এসময় তারা “অনিক রায় আহত কেন বিচার চাই, বিচার চাই, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না” ইত্যাদি স্লোগান দেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের ইবি সংসদের সভাপতি নূর নবী ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক জি কে সাদিক, আলী আরমান রকিসহ অন্যান্য নেতা কর্মীরা। এ বিষয়ে ইবি সংসদ ছাত্র ইউনিয়নের সভাপতি নুরনবি ইসলাম সবুজ বলেন, যখন আমরা কমিউনিস্ট সংগঠন দেশপ্রেমী সংগঠন দেশের মানুষের জন্য কথা বলছি, তখন কিছু জনগোষ্ঠী আমাদের এই আন্দোলনকে প্রতিহত করার জন্য আমাদের উপর হামলা চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমরা দেশের মুক্তিযুদ্ধের সময় অগ্রণী ভূমিকায় ছিলাম, আজ পর্যন্ত দেশে স্বাধীনতা রক্ষার জন্য দেশের গণতন্ত্র রক্ষার জন্য যা যা করা দরকার , আমরা আমাদের সামর্থমতো করার চেষ্টা করছি। অনিক রায় সহ বিভিন্ন মুক্তিযুদ্ধের উপর যে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, গতকাল জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কমরেড মঞ্জুরুল হাসান এর উপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে কাল ঢাকায় শান্তিনগরে বিক্ষোভ মিছিল করা হয়। এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায়ের উপর হামলা ঘটনা ঘটে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
One comment
Pingback: บทความ alphabetplay88