প্রচ্ছদ / ক্যাম্পাস / ইবিতে টিএসসিসির পরিচালক ড. মিজানের দায়িত্ব গ্রহণ

ইবিতে টিএসসিসির পরিচালক ড. মিজানের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।

সোমবার কলা অনুষদের ডীন ড. মোঃ সরওয়ার মুর্শেদের সভাপতিত্বে ও উপ-রেজিস্ট্রার সুদেব কুমার বিশ্বাসের সঞ্চালনায় টিএসসিসির অফিসে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দীন, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. সালমা সুলতানা প্রমুখ।

সভাপতির বক্তব্যে ড. সরওয়ার মুর্শেদ ড. মিজানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকান্ড গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নবনিযুক্ত পরিচালক ড. মিজানুর রহমান বলেন, সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে জঙ্গীবাদ, মৌলবাদ ও চরমপন্থা প্রতিরোধ করা সম্ভব। তিনি সকল স্টেকহোল্ডারের সহযোগীতায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকান্ড বেগবান করার ঘোষণা দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. সাজ্জাদ হোসেন সহ টিএসসিসির কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সদ্য সাবেক পরিচালক অধ্যাপক মোঃ ইয়াসিন আলীর মৃত্যুর পর উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী গত ২৪ নভেম্বর ড. মিজানুর রহমানকে আগামী এক বছরের জন্য নিয়োগ প্রদান করেন।

এছাড়াও চেক করুন

অনলাইনে সদস্য নিচ্ছে কুভিকসাস

সাফায়েত উল্লাহ মিয়াজী: নতুন সদস্য সংগ্রহ করছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)। শনিবার এ …