প্রচ্ছদ / ক্যাম্পাস / মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে ইবিতে ‘শেফালির মা’ পথস্থ

মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে ইবিতে ‘শেফালির মা’ পথস্থ

নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথ নাটক ‘শেফালির মা’ পথস্থ হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ডায়না চত্ত্বরে বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রযোজনায় ও নিশাত উর্মির নির্দেশনায় নাটকটি পরিবেশিত হয়। নাটকটিতে শেফালি, মা ও বাবা চরিত্রে অভিনয় করেন যথাক্রমে কুলসুম, শারমিন সুমি ও অনি আতিকুর রহমান। রাজাকার চরিত্রে ছিলেন পিয়াস। অন্যান্য চরিত্রে ছিলেন মুঈদ, লাবণ্য, জয়, মোসাদ্দেক, সুজন, বিন্দু, রিফাত প্রমুখ।নাটকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনি আতিকুর রহমান।

তরুণ নাট্যকার শাহরিয়ার সোহাগের রচনায় নাটকটিতে মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল-বদরদের বর্বরতা এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে তাদের দৌরাত্ম উঠে আসে। একইসাথে মুক্তিযুদ্ধে অংগ্রহণকারী বীরাঙ্গনাদের করুণ আর্তিও উঠে আসে নাটকটিতে।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক আশিক বনি, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডলসহ আরো অনেকে।

এছাড়াও চেক করুন

অনলাইনে সদস্য নিচ্ছে কুভিকসাস

সাফায়েত উল্লাহ মিয়াজী: নতুন সদস্য সংগ্রহ করছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)। শনিবার এ …