প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / বান্দরবানে শেখ ফজলুল হক মনির ৮১ তম জন্ম দিনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

বান্দরবানে শেখ ফজলুল হক মনির ৮১ তম জন্ম দিনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

 নিজস্ব সংবাদ দাতা, বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবান জেলা গাউছিয়া কমিটির উদ্যোগে,যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৪-ডিসেম্বর) বান্দরবান পৌরসভা সংলগ্ন,জেলা গাউছিয়া কমিটির কার্যালয়ে, বান্দরবান জেলা গাউছিয়া কমিটির,সভাপতি মোহাম্মদ হোসেনের-সভাপতিত্ব, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগ-সাধারন সম্পাদক ও পৌর মেয়র,মোহাম্মদ ইসলাম বেবী।

প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র ইসলাম বরবি বলেন – আজকে যার জন্মদিন পালন করছি তিনি বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বাংলার যুব সমাজকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসময় তিনি বলেন,আমরা চাই জনস্বার্থে জনগণের জন্য কাজ করতে,বান্দরবানে মাননীয় মন্ত্রী বীর বাহাদুর এর নেতৃত্বে দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছে,প্রতিদিন কোন না কোন জায়গা উন্নয়ন মূলক কাজ হচ্ছে এটা আমাদের সকলের মনে রাখতে হবে। তিনি আরো বলেন,আমরা মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে নিতে বদ্ধপরিকর। গাউছিয়া কমিটির সাধারন সম্পাদক, মো:তমিজ উদ্দিন সঞ্চালনায়,বিশেষ অতিথি ছিলেন,বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক,এমএ হাকিম চৌধুরী,গাউছিয়া কমিটি,অর্থ সম্পাদক,মো: সৈয়দ নুর,পৌর যুবলীগ সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক,কেএম এহসান উদ্দিন চৌধুরী সহ যুবলীগ নেতৃবৃন্দ ও গাউছিয়া কমিটির সদস্য।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …