আব্দুল্লাহ আল মারুফ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সবাই মিলে শপথ করি দুর্নীতিবাজদের ঘৃণা করি
আমরা দুর্নীতির বিরোধে একতাবদ্ধ,এই স্লোগানকে সামনে নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মানববন্ধন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা, উপজেলা প্রশাসনের সদস্যসহ বিভিন্ন শ্রেণীর মানুষ গণস্বাক্ষর করেন।
সোমবার (৯ডিসেম্বর) সকাল সাড়ে এগারো টার দিকে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে জামতৈল রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায় এবং সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, কামারখন্দের দুনীতির প্রতিরোধ কমেটির সম্পাদক গোলাম কিবরিয়া বক্তব্য রাখেন।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকতা আনোয়ার সাদাত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সস্পা রহমান, উপজেলা প্রশাসন ও বিভিন্ন দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: Infinity hot tubs
Pingback: ติดต่อ ALPHABET-ISC
Pingback: Microdosing Magic Mushrooms in Canada
Pingback: เน็ตบ้าน ais
Pingback: Plinko UK
Pingback: Hornets vs Owls