নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার বরুড়া পৌরসভার সাহার পদুয়া গ্রামের আওয়ামীলীগ নেতা শাহজানের মেয়ে স্বর্না (১৫) গলায় ফাঁস দিয়ে আত্ন হ ত্যা করে। জানা গেছে, শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে শাহজানের জমজ দুই মেয়ের মধ্যে বড় মেয়ে আমেনা আক্তার (স্বর্না), কাপর শুকানোর জন্য ব্যবহৃত রশি দিয়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহ ত্যা করে। সকালে ছোট মেয়ে চাঁদনী (৭) ঘরে ঢুকে স্বর্নার জুলন্ত লাশ দেখে চিৎকার দিলে স্বর্নার বড় বোন মুক্তা,সান্তা ও রুবেল তাকে নামিয়ে হসপিটালে নেওয়ার চেষ্টা করে। স্বর্নার বাবা শাহজান জানান, প্রায় সাড়ে ১২ বছর পূর্বে স্বর্নার মা নূরজাহানের হঠাৎ মৃত্যুতে স্বর্নার মানসিক সমস্যা দেখা দিলে তাকে দীর্ঘদিন চিকিৎসা করানো হয়। সম্প্রতি পুনরায় মানসিক সমস্যা দেখা দিলে কুমিল্লা নিয়ে চিকিৎসা করানোর পর গত দুই দিন পূর্বে তাকে বাড়িতে নিয়ে আসে শাহজান। তার মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে সে শোকের ছায়া। খবর পেয়ে বরুড়া থানা পুলিশের এস আই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে যান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: สล็อตเกาหลี
Pingback: essentials fear of god
Pingback: เว็บตรงฝากถอนง่าย
Pingback: Jammin' Jars
Pingback: เน็ต บ้าน ais
Pingback: royal joker slots