প্রচ্ছদ / জাতীয় / ৩ দিনের রিমান্ডে দৈনিক সংগ্রামের সম্পাদক

৩ দিনের রিমান্ডে দৈনিক সংগ্রামের সম্পাদক

সিএন নিউজ অনলাইন ডেস্ক:

দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার বিকেলে ঢাকা সিএমএম আদালত নং ৩৫-এর বিজ্ঞ বিচারক মো. মামুনুর রশিদ এই আদেশ দেন।

তার বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় আইসিটি বা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ২৪১২১২। আইসিটির ২১/৩১/৩৫ নং ধারায় এবং দণ্ডবিধির ১২৪(ক) ধারায় এই মামলা করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত দৈনিক সংগ্রাম পত্রিকায় একদল যুবক হামলা চালায়। ওই সময়  সংগ্রাম সম্পাদককে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় আজ তাকে আদালতে হাজির করা হয়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …