সিএন নিউজ অনলাইন ডেস্ক:
মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া বুদ্ধিজীবীদের স্মরণে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে।
১৯৭১ সালের এই দিনে দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও সাংবাদিকসহ অন্যান্য মেধাবী বাঙালিকে বাড়ি থেকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে নৃশংসভাবে নির্যাতন ও হত্যা করা হয়।
ফরিদপুরে শনিবার সকালে সাড়ে ৯টার দিকে টাউন থিয়েটারের হল রুমের সামনে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রায়ের বাজারের ঘটনার প্রতীকী নাটক প্রদর্শনের আয়োজন করে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও নাট্যকাররা। এছাড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘স্মৃতিতে অম্লান’ শিরোনামের নাট্যানুষ্ঠানে অংশ নেয় সাজেদা কবিরউদ্দীন প্রাথমিক বিদ্যালয়, ঈশান ইন্সটিটিউশন, এসএ মান্নান ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা।
সকালে কুমিল্লা সিটি পার্কের বঙ্গবন্ধু ম্যুরাল, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও শহীদ ডিসি সামছুল হক খান স্মৃতি ভাস্কর্য এবং শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ স্মৃতি ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন করা হয়। বঙ্গবন্ধু ম্যুরালসহ বিভিন্ন স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্যে পুস্পস্তবক অপর্ণ করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বিকালে কুমিল্লা টাউনহল প্রাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
গাজীপুরে ভোরে সূর্যোদয়ের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাওয়াল রাজবাড়ি মাঠ সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়। এসময় জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মশিউর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার জেলা প্রশাসনের উদ্যেগে কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা আর ভালবাসায় সুনামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে র্যালি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুল আলী মঞ্চে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নড়াইলের তিনটি উপজেলার নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতা, বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে ও শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন প্রদীপ প্রজ্জ্বল, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন রয়েছে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায়
বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদ এর সামনে থেকে র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আলীকদম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৯ এর আলোচনা সভায় মিলিত হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকীব উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা গুলজার হোসেন, ইউআরসির ইনস্ট্রাক্টর মোঃ আলমগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসকান্দর নূরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ধুংরি মং মার্মা, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং মুরং, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমুখসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: ร้านขายแว่นตา
Pingback: ครูเกอร์
Pingback: เรียนภาษาที่กวางโจว