সিএন নিউজ ডেস্ক:
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক্টরের লাঙলে পেঁচিয়ে তাওহিদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ রবিবার উপজেলার ইছাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার বারপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের গ্রামের মো. বারেক খানের ছেলে।
নিহতের বড় বোন নাছরিন আক্তার জানান, রবিবার সকাল ৯টার দিকে দেওয়ান বাড়ির মতিন মিয়ার ছেলে ট্রাক্টরচালক জালাল দেওয়ান আমার ভাইকে ডেকে নেয়। একটু পরেই এসে ‘তোর ভাই লাঙলে পেঁচিয়ে গেছে’ বলে দৌড়ে পালিয়ে যায় জালাল।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান খান বলেন, আমি পাশের জমিতে কাজ করছিলাম। ট্রাক্টর মালিক আলম আমাকে ডেকে নেয়, ট্রাক্টরের লাঙলে পেঁচানো মৃত অবস্থায় তাওহিদকে বের করি। এরপর আমি জ্ঞান হারাই, আর কিছু মনে নেই। নিহতের মা মাকছুদা বেগম বলেন, তিন হাজার টাকা বেতনে জালাল আমার ছেলেকে ট্রাক্টর চালানো শেখাবে বলে নেয়। আজ আমার সব শেষ হয়ে গেছে।
দাউদকান্দি মডেল থানার এসআই মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট নিয়েছি। পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: sp2
Pingback: sweet bonanza
Pingback: รับจด อย
Pingback: play