সাজেদুর আবেদিন শান্তঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আইটিভির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা জনাব জাহিদ সরকার। তিনি এক শুভেচ্ছা বার্তায় সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন । দীর্ঘদিন পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে স্বাধীনতার মহানায়কদের নেতৃত্বে, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে সক্ষম হয় মুক্তিসেনারা । দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জন হয়েছিল এই স্বাধীনতা। জননেতা জনাব জাহিদ সরকার বিনয়ের সাথে আরো বলেন, এ স্বাধীনতাযুদ্ধে যারা আত্মদান করেছেন, সেই মহান বীর শহীদদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। প্রিয় স্বদেশকে স্বাধীন করতে যেসব বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই ।আল্লাহ তাআলা দেশ স্বাধীন করা মহান এই মুক্তিযুদ্ধাদের যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন,আমিন। সেই সাথে আমার বাংবাদেশের সকল সকল শ্রেণী-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: ฉาบซีเมนต์
Pingback: meet and fuck for free
Pingback: Villa for Rent in Phuket
Pingback: MSC Achterhoek