প্রচ্ছদ / প্রচ্ছদ / সাদ্দাম মোহাম্মদ’র কবিতা “১৬ ডিসেম্বর“

সাদ্দাম মোহাম্মদ’র কবিতা “১৬ ডিসেম্বর“

 সবাই ব্যস্ত; মনে হচ্ছে ন্যস্ত

বিজয়ের প্রতিটি অংশের দ্বায়িত্ব

হাতে হাতে, প্রাণে প্রাণে।

 

তুলি হাতে কেউ এঁকে দিচ্ছে

মানচিত্রের চিত্র

বা জাতীয় কেতন খোকা খুকুর

নরম গালে,

বিভিন্ন পঙ্কতি লিখে যাচ্ছে

দেয়ালে দেয়ালে।

 

কেউ ব্যবসা, কেউ মনানন্দে

বিকোচ্ছে পতাকা;

পৌঁছে দিচ্ছে লাল সবুজের রঙ

ঘরে ঘরে, প্রতিটি হৃদয়ে।

 

শব্দ যোদ্ধারা এঁকে যাচ্ছে বর্ণে বর্ণে

পাক-শাসকের শোষণ, জুলুম, নির্যাতন

আর নিষ্পেষণের করুণ চিত্র;

ছন্দোবদ্ধভাবে বলছে বাঙালি

মুক্তিকামী মানুষের

স্বতঃস্ফূর্ত প্রাণদানকারী ইতিহাস

 

বাউলের একতারা,

আর কন্ঠযোদ্ধার কন্ঠেও বিজয়ী সুর।

 

ঘরণীর প্রেমময় আবেদন

‘ওগো যেয়ো না’

গর্ভধাত্রীর গগন ফাটা আর্তনাদ

‘খোকা যাসনে’

আর কোকিলের সুরে বাবা বাবা

বলে ডাকা সন্তানগুলো ছেড়ে

মাতৃভূমি রক্ষায় বেরিয়ে যাওয়া

বীর বলছে

সেদিনের সেই ত্যাগের কথাগুলো।

 

 

আজ কেউ বসে নেই;

সবাই ব্যস্ত, মনে হচ্ছে ন্যস্ত

বিজয়ের প্রতিটি অংশের দ্বায়িত্ব

সকলের হাতে হাতে, প্রাণে প্রাণে.. .

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …