নিজস্ব প্রতিবেদকঃ
শীতকালীন ছুটি ও যীশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ১৪ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় হল সমূহ খোলা থাকবে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার।
আগামী ২৩ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত
ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে এবং অফিসসমূহ আগামী ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে আবাসিক হল সমূহ খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: Le Bandit Slot
Pingback: แทงหวยพร้อมรับเลขเด็ดฟรีที่ มูเตลู 789
Pingback: BC Game เปิดโลกธุรกรรมคริปโต
Pingback: uspin88
Pingback: บุหรี่นอก
Pingback: description
Pingback: geek bar mint series