নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩১ শিক্ষার্থীকে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) বৃত্তি প্রদান করেছে। গতকাল রোববার বিজ্ঞান ভবনের ১৪০ নম্বর কক্ষে সকাল ১০ টায় এ বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়। সিজেডএম এর মহাব্যবস্থাপক মুহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নজিবুল হক, সাবেক প্রক্টর ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তৌফিক এলাহী, আল-ফিক্হ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, যাকাত ধর্মীয় প্রক্রিয়ায় সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: aviator online game
Pingback: เอเจนซี่ศัลยกรรมจีน
Pingback: แอพเช็คสลิปโอนเงิน
Pingback: เครื่องออกกำลังกายกลางแจ้ง
Pingback: ไม่มีขั้นต่ำ 1 บาทก็ ถอนได้ วอเลท wings789
Pingback: ระบบส่ง SMS
Pingback: นำเข้าพัดลม มอเตอร์