প্রচ্ছদ / শিক্ষাঙ্গন / শীতার্ত পরিবারে ইবির তারুণ্য’র শীতবস্ত্র বিতরণ

শীতার্ত পরিবারে ইবির তারুণ্য’র শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্য” দেড় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার (২৩ ডিসেম্বর) ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ঝাউদিয়া আবাসন প্রাঙ্গণে ১১৫ টি, ক্যাম্পাসের আশেপাশের ২০ টি এবং কুষ্টিয়ায় ১৫ টি ভাসমান শীতার্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করে।

তারুণ্যর সহ কার্যকরী সদস্য এস.এ.এইচ ওয়ালীউল্লাহ্ এবং আয়েশা সিদ্দীকা তন্বী এর যৌথ উপস্থাপনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউদিয়া আবাসনের পরিচালক মাহিদুল ইসলাম, তারুণ্যর সভাপতি শেখ রাইয়ান ও সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

স্বেচ্ছাসেবকরা একমাসব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে, আবাসিক হল থেকে সাধারণ শিক্ষার্থীদের থেকে অনুদান সংগ্রহ করে। তারুণ্যর সভাপতি শেখ রাইয়ান উদ্দীন বলেন, “মানবিকতা মানুষের স্বকীয় বৈশিষ্ট্য। এই মানবিকবোধ থেকেই তারুণ্য প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে থাকে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তারুণ্য কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষদের একটু উষ্ণতা দেওয়ার জন্যই তারুণ্যর এই কর্মসূচি।”

উল্লেখ্য, তারুণ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০০৯ সালের ২৯ শে জুলাই প্রতিষ্ঠার পর থেকে তারুণ্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। রক্তদান কর্মসূচী, তারুণ্য লাইব্রেরি,বন্যার্তদের ত্রাণ বিতরণ,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,লিডারশীপ ট্রেনিং, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ,অসহায় শিক্ষার্থীদের সহয়তা এর মধ্যে উল্লেখযোগ্য।

এছাড়াও চেক করুন

যুব রেডক্রিসেন্ট ভিক্টোরিয়া কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা

মোশারফ হোসেন রায়হানঃ সেচ্ছাসেবী সংগঠন যুব রেডক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন …