প্রচ্ছদ / প্রচ্ছদ / ‘৩৩৩’ মাধ্যমে “সরকারি তথ্য ও সেবা সবসময়”

‘৩৩৩’ মাধ্যমে “সরকারি তথ্য ও সেবা সবসময়”

আব্দুল্লাহ আল মারুফ সিরাজগঞ্জঃ

জনসচেতনতা মূলক ‘৩৩৩’ সম্পর্কে জনগণকে অবহিত করণ এর লক্ষে প্রেসব্রিফিং করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসন ।

গতকাল সোমবার (২৩ডিসেম্বর) বিকেল তিনটায় জেলার অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়, মন্ত্রি পরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটি আই প্রকল্পের সহযোগিতায় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ২০১৮ সালের ১২ এপ্রিল ‘৩৩৩’ কল সেন্টারের উদ্বোধন করেন।

এ কল সেন্টারের মূল স্লোগান “সরকারি তথ্য ও সেবা সবসময়”।

যে কোনো মুঠোফোন বা ল্যান্ড ফোনের মাধ্যমে প্রতি ৬০ পয়সা মিনিটে এর মাধ্যমে বাল্যবিবাহ, ভেজাল দ্রব্য, ভোক্তা অধিকার, ইভটিজিং, মাদক, জুয়া, পরিবেশ দূষণ, অবৈধ লাইসেন্স, ভাতাসহ নানা বিষয়ে অনিয়মের অভিযোগ করতে পারবেন এবং তার প্রতিকার পাবেন সাধারণ জনগণ। এছাড়া দেশের বাইরে থাকা প্রবাসীরা ০৯৬৬৬৭৮৯৩৩৩ নাম্বারে সরকারি সেবা প্রাপ্তি জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে তাদের সমস্যার কথা জানাতে পারবেন ও প্রয়োজনীয় ব্যবস্থাও পাবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)এ,বি,এম রওশন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্মচারী, জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টায় জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ বেলুন ও ফিতা কেটে ইনোভেশন শোকেসিং উদ্বোধন করেন। এবং ইনোভেশন শোকেসিং এর ১৬টি স্টল ঘুরে দেখেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৭ মন্তব্য