প্রচ্ছদ / প্রচ্ছদ / পাসপোর্ট অফিসের কর্মচারীর বিছানার নিচ থেকে দুই লাখ ১৩ হাজার টাকা জব্দ!

পাসপোর্ট অফিসের কর্মচারীর বিছানার নিচ থেকে দুই লাখ ১৩ হাজার টাকা জব্দ!

সিএন নিউজ অনলাইন ডেস্ক

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযনে রফিক নামের এক কর্মচারীর বিছানা, ব্যাগ ও ছোট আলমারি থেকে দুই লাখ ১৩ হাজার টাকা জব্দ করা হয়ে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর এ আকস্মিক অভিযান চালায় দুদক। হটলাইন ১০৬ নম্বরে কল করে এক সেবাগ্রহীতার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় দুদক। দুদকের বরিশাল আঞ্চলিক শাখার উপপরিচালক দেবব্রত কুমার মন্ডলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে পাসপোর্ট অফিসের ২০৭ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে ঘুষ নেওয়া দুই লাখ ১৩ হাজার টাকা জব্দ করা হয়। উপপরিচালক দেবব্রত কুমার মন্ডল জানান, জেলার এই পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরেই রয়েছে দালাল আর পার্সপোর্ট প্রতি অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুদক উপপরিচালক। তবে দুদকের টিম দেখে আগেই পালিয়ে যায় পাসপোর্ট অফিসের কর্মচারী রফিক। মানিকগঞ্জের ঘিওর উপজেলার আব্দুর রহমানের ছেলে রফিক। ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ফাতেমা বেগম জানান, আমি গত মাসে এখানে যোগ দিয়েছি। অফিসিয়াল কোনো কিছুই এখন পর্যন্ত বুঝে উঠতে পারিনি। অফিসের আউটসোর্সিং কর্মচারী রফিকের শয়ন কক্ষ থেকে দুই লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করেছে দুদক। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …