সিএন নিউজ অনলাইন ডেস্ক:
ডাকসু ভিপি নূরুল হক নুরের ওপর হামলার রেশ কাটতে না কাটতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) মফিজুর রহমান পলাশ বিবিসি বাংলা’কে জানান, খবর পেয়েই উর্ধ্বতন কর্মকর্তারা পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিটসহ সেখানে যান। পরে ককটেলটি নিষ্ক্রিয় করা হয়েছে।
তিনি জানান, বেলা পৌনে ১১টার দিক মধুর ক্যান্টিনের পশ্চিম দিকের দরজার বাইরে আইবিএ ভবনে প্রবেশের পুরনো গেইট বরাবর রাস্তায় কালো স্কচটেপ মোড়ানো ককটেল থেকে ধোঁয়া বের হচ্ছিলো।
“সঙ্গে সঙ্গে খবর পেয়েই রমনা জোনের এডিসির নেতৃত্বে বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে গিয়ে সেটিকে নিষ্ক্রিয় করে”।
তবে কারা এটি এনেছে সে সম্পর্কে কোনো তথ্য পুলিশের পক্ষ থেকে এখনো দেয়া হয়নি।
যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে সাংবাদিকদের বলেছেন, তার ধারণা বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।
– বিবিসি
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: Magic Mushrooms for Sale in Oregon USA
Pingback: find sluts
Pingback: Angthong National Marine Park
Pingback: เว็บดูหนังออนไลน์ฟรี 24 ชั่วโมง
Pingback: Model Spoor Club Achterhoek
Pingback: timmy doll