সিএন নিউজ ডেস্ক:
কুমিল্লা জেলার নাঙ্গলকোট পৌরসভার দক্ষিন জোড়পুকুরিয়া গ্রামের সামাজিক সংগঠন “ইয়ুথ ফোরামের ” উদ্যোগে আজ শুক্রবার এলাকার দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ফিরোজ আহমেদ, আলহাজ্ব আবুল কালাম আজাদ, আলহাজ্ব ইব্রাহিম, ইয়ুথ ফোরামের সভাপতি রিদওয়ানুল হক শাকির, সাধারন সম্পাদক মো: শাহজাহান আজাদ ও ইয়ুথ ফোরামের সকল সদস্য এবং গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা বলেন, ঐক্যবদ্ধ ভাবে সবাই মিলেমিশে গ্রামের সকল উন্নয়ন কাজে সহযোগিতা করবেন। পরিশেষে মোনাজাতের মাধ্যমে গ্রামের এবং ইয়ুথ ফোরামের সাফল্য কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৩ মন্তব্য
Pingback: i like this
Pingback: ufabet789
Pingback: เครื่องเป่าแอลกอฮอล์