সিএন নিউজ অনলাইন ডেস্কঃ
বঙ্গবন্ধু বিপিএলের ২৩তম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে ১৯১ রানের বিশাল লক্ষ্য দিয়েছে রাজশাহী রয়্যালস। শনিবার মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেট ১৯০ রান সংগ্রহ করে রাজশাহী। অর্ধশতক করেন শোয়েব মালিক।
ব্যাট করতে নেমে ওপেনিংয়ে লিটন দাস ও আফিফ হোসেনের ৫৬ রানের জুটি দুর্দান্ত সূচনা এনে দেয় রাজশাহীকে। ১৯ বলে ২৪ রান করে সানজামুল ইসালম ফেরান লিটনকে। দলীয় ৮০ রানের মাথায় আফিফ হোসেন ফেরেন ৩০ বলে ৪৩ রানের স্বভাবসুলভ ইনিংস খেলে। ১০ রান করে রবি বোপার ফেরেন মুজিব-উর রহমানের শিকার হয়ে। শেষ দিকে ঝড় তোলেন শোয়েব মালিক ও আন্দ্রে রাসেল। ২১ বলে ৪ ছক্কায় ৩৭ রানের করেন রাসেল। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে শোয়েব মালিক খেলেন ৩৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস। ৫ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে