রিজওয়ান মজুমদার গিলবাট
নাঙ্গলকোটে এতিম ও দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার শ্রীফলিয়া বাজার হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের মাঝে পেরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম ভূঁইয়া টিটু এ কম্বল বিতরণ করেন। মাদ্রাসাটিতে শাতাধিক শিক্ষার্থী পড়া-লেখা করেন। শিক্ষার্থীদের মধ্যে এতিম ও দরিদ্র প্রায় ৪০ জনের থাকা খাওয়ার খরচ মাদ্রাসার পক্ষ থেকে বহন করা হয়।
কম্বল বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হোসেন মজুমদার, ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক কামাল হোসেন নয়ন, মাদ্রাসা পরিচালনা
কমিটির সদস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম, ডা. হাফেজ মাঈন উদ্দিন, মাদ্রাসার প্রধান শিক্ষক মো. হানিফ ভূঁইয়া, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আবুল বাশার প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: clothing manufacturer
Pingback: Bangkok Airport Transfer Service
Pingback: https://usis.kz/
Pingback: ข่าวโลจิสติกส์
Pingback: 台灣悅刻
Pingback: เว็บตรง สล็อต
Pingback: Bau1