প্রচ্ছদ / আন্তর্জাতিক / নাগরিকত্ব আইনের প্রচারে নেমে কিল-ঘুষি খেলেন বিজেপি নেতারা

নাগরিকত্ব আইনের প্রচারে নেমে কিল-ঘুষি খেলেন বিজেপি নেতারা

সিএন নিউজ অনলাইন ডেস্কঃ

নাগরিকত্ব আইনের প্রচারে নেমে কিল-ঘুষি খেলেন বিজেপি নেতারা

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সে দেশের মানুষ। গত দুই সপ্তাহ ধরে অগ্নিগর্ভ যোগির রাজ্য উত্তরপ্রদেশ। বিজেপির ‘‌বিভাজন–মূলক’ নীতির বিরোধিতায় সরব সমাজের সর্বস্তরের মানুষ।‌

এবার নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির উপকারিতা বোঝাতে গিয়ে সাধারণ মানুষের হাতেই মার খেলেন বিজেপি নেতারা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার উত্তরপ্রদেশের আম্রোহা জেলার লাকাদা মহল্লা অঞ্চলে।

জানা গেছে সিএএ এবং এনআরসির উপকারিতা বোঝাতে এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালানোর সিদ্ধান্ত নেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর সে অনুসারে ওই অঞ্চলে গিয়েছিলেন জেলার সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক মুরতাজা আঘা কাজমি। মানুষের সঙ্গে কথা বলতে গিয়েই তিনি বিপাকে পড়েন।

নতুন আইনের সুবিধা বোঝানোর চেষ্টাও করেন। ওই সময় এলাকার মানুষ ক্ষেপে গিয়ে বেধড়ক মারধর করে বিজেপির ওই নেতা ও তার সাঙ্গপাঙ্গকে। ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান মুরতাজাসহ অন্যরা।

‘‌সিএএ এবং এনআরসি ভারতে বসবাসকারী মুসলিম অধিকার ছিনিয়ে নেবে না, সাধারণ মানুষ যেন এই আইনের প্রতিবাদ না করেন’‌– এই বলে কথা শুরু করেছিলেন বিজেপির ওই নেতা। তখনই তাঁর ওপর ঝাপিয়ে পড়েন রাজা আলি নামে এক স্থানীয়। সাধারণ মানুষের হাতে বেধড়ক মার খেয়ে ওই এলাকা ছাড়েন তিনি। পুলিশে অভিযোগও দায়ের করেছেন এ ব্যাপারে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …