প্রচ্ছদ / আন্তর্জাতিক / ভারত মহাসাগরে ইরান-চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া

ভারত মহাসাগরে ইরান-চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া

সিএন নিউজ অনলাইন ডেস্কঃ

ভারত মহাসাগরে ইরান-চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া চলছে

শনিবার ভারত মহাসাগর এবং ওমান সাগরে দ্বিতীয় দিনের মতো যৌথ সামরিক নৌ-মহড়া চালিয়েছে ইরান, চীন এবং রাশিয়া। মার্কিন-ইসরায়েল-সৌদি জোটের বিরুদ্ধে শক্তি প্রদর্শনই এই সামরিক মহড়ার উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে। তবে ইরান জানিয়েছে, মস্কো-বেইজিং-তেহরানের মধ্যে সম্পর্ক জোরদার করাই এই মহড়ার অন্যতম লক্ষ্য।

পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটন-তেহরান উত্তেজনা আর বাকযুদ্ধ যখন চরমে, তখন ভারত মহাসাগর এবং ওমান সাগরে ব্যাপক আকারে এই যৌথ সামরিক নৌ মহড়া শুরু করেছে ইরান, চীন এবং রাশিয়া।

১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর এই প্রথম এ ধরনের নৌ মহড়া চালাচ্ছে তিন দেশ। পারস্য উপসাগরে নিজেদের বাণিজ্যক জাহাজের নিরাপত্তায় ট্রাম্প প্রশাসনের জোট গঠনের তৎপরতার মধ্যেই এ মহড়া চালাচ্ছে তিন দেশ।

‘মেরিন সিকিউরিটি বেল্ট’ নামে চার দিনের এই শক্তি প্রদর্শনী চলবে সোমবার পর্যন্ত।

ইরান বলছে, বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওমান সাগর ও ভারত মহাসাগর। বিশ্বের বহু দেশের বাণিজ্যিক জাহাজ এই রুট দিয়ে চলাচল করে। গুরুত্বপূর্ণ এই পানিসীমায় আন্তর্জাতিক বাণিজ্য নিরাপত্তা রক্ষা, জলদস্যুতা এবং সামুদ্রিক সন্ত্রাসবাদ মোকাবিলা এই মহড়ার অন্যতম লক্ষ্য। এছাড়া, রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের সামরিক অভিজ্ঞতা বিনিমিয়ও এ আয়োজনের উদেশ্য বলে জানায় তেহরান।

ইরানি বহরের প্রধান রিয়ার অ্যাডমিরাল গোলাম রেজা তাহানি বলেন, ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে আমাদের এ মহড়া চালানো হচ্ছে। এতে নানা ধরনের কৌশল অনুশীলন করছি আমরা। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা বলতে চাই, শত্রুদের মোকাবিলায় তেহরান, মস্কো ও বেইজিং একজোট হয়ে কাজ করবে। আর সেই বার্তা দিতেই এ মহড়ার আয়োজন। সমুদ্রসীমা নিরাপত্তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ওদিকে, মধ্যপ্রাচ্যের সমুদ্রে জাপানি জাহাজের সুরক্ষা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ ও টহল বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে টোকিও। দেশটির তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশে সেখানকার তথ্য সংগ্রহ করতে একটি হেলিকপ্টার সজ্জিত ডেস্ট্রয়ার ও দুটি পি-৩ সি টহল বিমান মোতায়েনের অনুমোদন দিয়েছে জাপানের মন্ত্রিপরিষদ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী মাস থেকে টহল বিমানগুলো যাতে তৎপরতা শুরু করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। আর ফেব্রুয়ারি থেকে ডেস্ট্রয়ার মোতায়েনের সম্ভাবনা রয়েছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৫ মন্তব্য