প্রচ্ছদ / প্রচ্ছদ / অসহায় শীতার্তদের মাঝে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

অসহায় শীতার্তদের মাঝে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

মিজানুর রহমান সুজন ,ময়মনসিংহ প্রতিনিধি :-

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফাউন্ডেশন। উপজেলার পাগলপাড়া, জামগরা, নলুয়া, খন্দকতপাড়া, কাতলমারি এলাকাসহ ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’র প্রধান কর্যালয়ে মঙ্গলবার সকালে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’র সভাপতি জোবায়ের রায়হান, আপন ব্লাড ডোনার্স’র সভাপতি তাজবির হোসাইন অন্তর, ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ।

ফাউন্ডেশন’র সভাপতি জোবায়ের রায়হান সিএন নিউজ ২৪ কে জানায়, ‘মানবতার সেবাই আমাদের মূল লক্ষ। সংগঠনের জন্মলগ্ন থেকেই আমরা সামাজিক কাজ গুলো করার চেষ্টা করছি।’ তাঁদের কার্যক্রম প্রসঙ্গে বলেন, ‘আমরা বাল্য বিবাহ, ব্লাড ডোনেশন, শিশুর প্রাথমিক শিক্ষা, কুসংস্কার, অসহায়ের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকি।’ তীব্র শীতে জনজীবন যখন স্তব্ধ, তখন যুবক ছাত্রদের মানবতার হুংকার নিঃসন্দেহে প্রশংসনীয়। এলাকার সাধারণ জনগণের প্রত্যাশা ফ্রেন্ডস্ ফাউন্ডেশন এগিয়ে যাবে বহু দূর।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …