শরীফ উদ্দীন ভূঁইয়া:
কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির আয়োজনে আজ বিকাল ৪টায় নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ গেইটে উপজেলার দৌলখাড় ইউনিয়নের কান্দাল পূর্ব পাড়া ফোরকানিয়া মাদ্রাসার জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা ও নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সভাপতি, দৈনিক আমাদের নাঙ্গলকোটের সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় কুমিল্লা জেলা প্রতিনিধি বাপ্পি মজুমদার ইউনুসের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ সংবাদের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জনকল্যাণ সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন , বার্তা সম্পাদক দৈনিক আমাদের নতুন সময় ও নাঙ্গলকোট সাংবাদিক সমিতির উপদেষ্টা সাংবাদিক খন্দকার আলমগীর হোসাইন,সাংবাদিক সমিতির উপদেষ্টা কবি ও সাংবাদিক মাস্টার তাজুল ইসলাম, ব্রেভ টাইম 24 এর সম্পাদক কবি ও সাংবাদিক মুকুল মজুমদার, দৈনিক আমাদের নাঙ্গলকোট’র উপ-সম্পাদক আজিম উল্লাহ হানিফ, সাংবাদিক আব্দুর রহিম বাবলু, সমিতির সিনিয়র সহ-সভাপতি ও সিএন নিউজ২৪.কম এর প্রধান সম্পাদক রিজওয়ান মজুমদার গিলবাট, সমিতির সাংগঠনিক সম্পাদক ও সিএন নিউজের প্রধান সহ_সম্পাদক মুহিব্বুল্লাহ আল হুসাইনী, প্রচার সম্পাদক আবদুল হান্নান, দপ্তর সম্পাদক নাইমুল ইসলাম, সমিতির সদস্য ও সিএন নিউজের উপ বার্তা সম্পাদক ওমর ফারুক নয়ন,তরুন সাংবাদিক ও সিএন নিউজের সহ_সাহিত্য সম্পাদক শরিফ উদ্দিন ভূঁইয়া, আমাদের নাঙ্গলকোট এর স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, মিলন মাহমুদ, অনিক আহমেদ মনির, মোস্তাফিজুর রহমান, কামরুল হাসান জাহিদ হাসান জিলানী, সাজ্জাদ হোসাইন রাহাত,আল আমিন হৃদয় প্রমূখ।
মানবন্ধনে বক্তারা বলেন-নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সমস্ত সাংবাদিক শিক্ষিত ও মেধাবী হওয়ার কারণে,যারা কম শিক্ষিত ও অল্প শিক্ষিত আমাদের এই সাংবাদিকের উপর তাদের স্যাম দৃষ্টি পরেছে। যারা এই কাল্পনিক নিউজ করেছে নিউজ তারা জানেনা নিউজ তারা বুঝে না। তারা কিভাবে সাংবাদিকতা করতে চায়? আমরা তাদের এই সাংবাদিকতার প্রাসাদ ভেঙ্গে দিতে চাই আমরা সত্য ন্যায়ের পক্ষে সাংবাদিকতা করতে চাই। দুস্থ নিপীড়িত ও অবাঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই।আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: Gates of Olympus
Pingback: รับสร้างบ้านหรู เชียงใหม่
Pingback: additional resources
Pingback: Jammin' Jars spiele