প্রচ্ছদ / নাঙ্গলকোট / নাঙ্গলকোটের পশ্চিম বামপাড়া তরুণ সংঘ কর্তৃক – ২০১৯ শিক্ষাবর্ষে JSC,JDC ও PSC পরিক্ষায় উর্ত্তীর্ণদের সংবর্ধনা”

নাঙ্গলকোটের পশ্চিম বামপাড়া তরুণ সংঘ কর্তৃক – ২০১৯ শিক্ষাবর্ষে JSC,JDC ও PSC পরিক্ষায় উর্ত্তীর্ণদের সংবর্ধনা”

রিজওয়ান মজুমদার (গিলবাট), সিএন নিউজ২৪.কম।

কুমিল্লার নাঙ্গলকোটের পশ্চিম বামপাড়া তরুণ সংঘের পক্ষ থেকে আয়োজিত ২০১৯ শিক্ষাবর্ষে JSC,JDC ও PSC পরিক্ষায় উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের “কৃতি সংবর্ধনা ও শিক্ষা সেমিনার” সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে ।

সংবর্ধনা বাস্তবায়নের জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছিলো, বৃষ্টির কারণে সংবর্ধনা অনুষ্ঠানের কর্মকাণ্ডে সাময়িক সমস্যা হলেও পরে সুন্দর ভাবে অনুষ্ঠান পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোঃ পেয়ার আহমেদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ডাঃ জয়নাল (ছোট জয়নাল), বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শিপন, আনিসুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন তরুণ সংঘের উপদেষ্টা হাজী তাজুল ইসলাম, উপদেষ্টা মোঃ সেলিম, ও তরুণ সংঘের দায়িত্বশীলসহ সকল সদস্যরা ।

শিক্ষা সেমিনারের শেষে আমন্ত্রিত অতিথিরা, কৃতকার্য ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন ।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৪ মন্তব্য