সিএন নিউজ অনলাইন ডেস্কঃ-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অনেক অবনতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর বোন সেলিমা ইসলাম। তিনি বলেছেন, ‘সরকার বেগম জিয়াকে জামিন না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাঁর যে চিকিৎসা দরকার এখানে সে চিকিৎসা হচ্ছে না। চিকিৎসা না হলে কেমন করে বাঁচবে সে?’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য আগের চাইতে আরও অনেক বেশি অবনতি হয়েছে। সেদিন তো তার ফাস্টিং বললাম ১৫, আজকে ১৮। তিনি হাত সোজা করতে পারছেন না। হাত বাঁকা হয়ে গেছে। হাতের আঙুল বাঁকা হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা এবং দুই হাঁটু অপারেশন করা হয়েছে। হাঁটুতেও ব্যথা, হাঁটু ফুলে গেছে, পা ফেলতে পারছেন না। তিনি দেশবাসীর কাছে দেয়া চেয়েছেন।’
রবিবার (৫ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এর আগে বিকেল ৩টায় স্বজনরা বেগম জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে প্রবেশ করেন।
স্বজনদের মধ্যে ছিলেন, খালেদা জিয়ার বোন বেগম সেলিমা ইসলাম, ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মীলা সিথী, কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান, খালেদা জিয়ার নাতি সামিন ইসলাম, রাখিন ইসলাম ও নাতনি আরিফা ইসলাম প্রমুখ।
জামিনের ব্যাপারে বেগম জিয়ার সঙ্গে স্বজনদের কোনও কথা হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, ‘সেদিন তো জামিন দিলেন না সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আজ কোনও কথা বলেননি।’
তিনি বলেন, ‘বেগম জিয়ার কথা বলতে কষ্ট হচ্ছে, কিছু খাচ্ছে না এবং খেলেও তা বমি করে ফেলে দিচ্ছে। ডাক্তার আজকে বোধহয় এসেছিল, ওষুধ দিয়েছে। কিন্তু সে ওষুধেও কাজ হচ্ছে না। তাঁর এখন দ্রুত উন্নত চিকিৎসা দরকার।’
বেগম সেলিমা ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমরা তো পারমিশন পাই না। আজকে একমাস হলো অনেক বলার পরে আমরা দেখা করার অনুমতি পেলাম। আমরা কাছে আসলে তাও তো তাঁর একটু ভালো লাগে। কিন্তু আমরা যে দেখতে আসবো সেই পারমিশনও দেয়া হচ্ছে না। এক মাস দেড় মাস হয়ে যায় কোনও পারমিশন দেয় না।’
নিজের উন্নত চিকিৎসার বিষয়ে বেগম জিয়া কোনও কিছু বলেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি অসুস্থ, তিনি তো উন্নত চিকিৎসা চাইবেনই। তাঁর সুস্থ হওয়ার জন্য উন্নত চিকিৎসা খুবই জরুরি।’
বেগম জিয়া জনগণের উদ্দেশ্যে কোনও মেসেজ দিয়েছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে সেলিমা ইসলাম বলেন, ‘ম্যাডাম আপনাদের ও দেশের সকল জনগণের কাছে দোয়া চেয়েছেন।’
এসময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: Book of Ra
Pingback: hop over to these guys
Pingback: fear of god essentials
Pingback: เว็บตรง บาคาร่า
Pingback: geek bar new