প্রচ্ছদ / জাতীয় / প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আজ!

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আজ!

সিএন নিউজ ডেস্কঃ

বর্তমান সরকারের একবছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে জয়লাভ করে গত ৭ জানুয়ারি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। আজ তৃতীয় মেয়াদের সরকারের একবছর পূর্ণ হচ্ছে। ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …