প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোট অলিপুরে হাফেজ ছাত্রদের পাগড়ী দেয়া উপলক্ষ্যে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল

নাঙ্গলকোট অলিপুরে হাফেজ ছাত্রদের পাগড়ী দেয়া উপলক্ষ্যে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল

মো:আব্দুর রহিম বাবলু:-
কুমিল্লা নাঙ্গলকোট গতকাল ৬জানুয়ারী সোমবার অলিপুর মোহাম্মদিয়া ছুফিয়া নূরীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী দেওয়া উপলক্ষে ৫ম তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে মন্তলী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান ওয়ায়াজীন ছিলেন চৌদ্দগ্রাম কাঁচারী পাড়া ফাজিল ডিগ্রী মাদ্রার প্রভাসক মাওলানা মুফতি মশিউর রহমান ছালেহী। বিশেষ ওয়ায়েজীন ছিলেন মাওলানা হাফেজ জাবের বিন নেছারী, খতিব ঢাকা ধনিয়া ক্লাব কেন্দ্রীয় জামে মসজিদ। মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন, পেশ ইমাম চৌদ্দগ্রাম উত্তর শ্রীপুর জামে মসজিদ। ইসলামী সংগীত পরিবেশন করেন অত্র মাদরাসার শিল্পী গোষ্ঠী মোহাম্মদীয়া আশিকী।
মাহফিলে অত্র মাদ্রাসায় ২০১৯ সালে হাফেজ হওয়া ৫জন ছাত্রকে পাগড়ী প্রধান করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ জাহাংগীর আলম মামুন ও অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক হাফেজ মোহাম্মদ মাঈন উদ্দীন। হাফেজ হওয়া ছাত্ররা হলেন- হাফেজ মোঃ জহিরুল ইসলাম, পিতা- আলাউদ্দিন গ্রাম- মন্নারা।
হাফেজ মো: মাহফুজুল আলম জিহাদী, পিতা- সুরুজ মিয়া, গ্রাম-দক্ষিণ জোড়পুকুরিয়া। হাফেজ মো: ওবায়েদ উল্লাহ, পিতা-মাওলানা মো: আবু জাফর,গ্রাম- কুরকুটা। হাফেজ মো: শাহফরান,পিতা- জিয়াউল হক,গ্রাম- পশ্চিম বামপাড়া। হাফেজ মো: ইমাম হোসেন, পিতা-জহিরুল ইসলাম,গ্রাম- বাতুপাড়া দৈয়ারা।
অত্র মাদ্রাসাটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …

৪ মন্তব্য

  1. Pingback: sp2s

  2. Pingback: av

  3. Pingback: see services here

  4. Pingback: พรมรถ