নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের ছাত্রীরা। এসময় তারা অনতিবিলম্বে ধর্ষকদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবী জানায়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে খালেদা জিয়া হল থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় ‘নারী নির্যাতন, নারী ধর্ষণ বন্ধ হোক, ধর্ষকের ফাঁসি চাই, আমরা নারী আমরাও মানুষ মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই, আমার বোন ধর্ষিত কেন? বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে মানববন্ধন করে।
বক্তারা বলেন, আমরা একটি ধর্ষণের প্রতিবাদে দাঁড়িয়েছি। আসলে ধর্ষণ একজন মানুষের করা হয়নি, করা হয়েছে একটি জাতির। কারণ আজকের যে মেয়ে সে ভবিষ্যতের মা, সে দেশ গড়বে। তার জন্য প্রত্যেকটি মেয়েকে আগে নিরাপত্তা দিতে হবে তারপর এগিয়ে যাবে দেশ। ধর্ষণের জন্য কোন এক্সকিউজ হতে পারে না। একটি বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা মহিলা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। আজকের এই প্রতিবাদ শুধু মেয়েদের নয়, এটা সকলের প্রতিবাদ হওয়া উচিত, প্রত্যেকটি মানুষের প্রতিবাদ হওয়া উচিত, সকল জাতির প্রতিবাদ হওয়া উচিত।
আমরা শাস্তি চাই প্রত্যেকটা ধর্ষকের। ধর্ষণের বিচার যদি না হয় তাহলে তাদের সাহস আরও বেড়ে যাবে। শাস্তি হোক ধর্ষকদের, ধর্ষিতাদের নয়।
সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইবি ছাত্র মৈত্রির সভাপতি আব্দুর রউফ, ইবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিকে সাদিক প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
One comment
Pingback: สินค้ากิฟฟารีน