বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম উপজেলাধীন চৈক্ষ্যং রাস্তার মাথায় দুই পক্ষের সংঘর্ষে মুমূর্ষ অবস্থায় আবুল হাসেম(৩২)কে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার ২নং চৈক্ষং ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন উক্ত ইউনিয়নের রাস্তার মাথা এলাকার, শামসুনাহার (৩২) পিতা- মৃত আবু তাহের এবং ছারা খাতুন(৩৮)স্বামী মোঃ সেলিম।
স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া-আলীকদম সড়কের পাশের একটি জমি কেনেন আহত আবুল হাশেমের বড় ভাই, জসিম উদ্দিন ও মোহাম্মদ মাহামুদুল্লাহ ২ জনে ওই জায়গাটি মৃত আবু তাহেরের পরিবারের সদস্যরা তাদের বলে দাবী করেন। জসিম উদ্দিন পুরাতন দোকান ঘর ভেঙ্গে নতুন নির্মাণ করতে চাইলে, কোর্টে মামলা করে নিষেধাজ্ঞ জারি করেন মৃত আবু তাহের এর পরিবারের সদস্যরা, জসিম উদ্দীন কোর্টের নির্দেশনা মেনে দোকানঘর নির্মাণ থেকে বিরত থাকেন এবং পুরনো দোকান ভেঙে ফেলার কারণে পলিথিনের ছাউনি দিয়ে চলায় দোকানের কার্যক্রম। মঙ্গলবার দুপুরে অনুমানিক- ১২টা ২৫মিনিটের সময় জসিম উদ্দীনের ভাই আবুল হাশেম বাড়ি যাওয়ার পথে তাকে আক্রমণ করে মৃতু আবু তাহেরের পরিবারের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় আবুল হাসেমকে আলীকদম আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিক ইলাহী জানান, দুপুর সাড়ে বারটার দিকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম নিয়ে হাসপাতালে আনা হয় আবুল হাসেম সহ দু’জন মহিলাকে।
আবুল হাশেমের মাথায় আঘাত ও শরীরের বিভিন্ন অঙ্গের আঘাতের দাগ দেখা যায়, তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিবউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে দুপুরে জানান- জমি নিয়ে বিরোধের জের ধরে ওই সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয় পক্ষে ২/৩জন আহত হয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

One comment
Pingback: Lawfirm in bangkok