প্রচ্ছদ / প্রচ্ছদ / প্রেম, বন্ধুত্ব’ না অন্য কিছু! সাজেদুর আবেদিন শান্ত

প্রেম, বন্ধুত্ব’ না অন্য কিছু! সাজেদুর আবেদিন শান্ত

কি অনায়াসে ঘুরলে আমার সাথে

প্রেম, বন্ধুত্ব?

নাহ!

মনে হয় অন্য সম্পর্ক তোমার সাথে,
আমি চিনি তোমারে।
দেখা হয়েছিলো একশত আলোকবর্ষ বছর আগে,
ভেঙে ফেলে শৃঙ্খল তুমি ধরলে আমার হাত।
নাহ!

তুমি তো আমার হাত তখন ধরনি?
ধরেছো গোধুলী বেলায়,
আবছায়া আলোয়।

আচ্ছা প্রেমের উপরে যে সম্পর্ক থাকে তাহাকে কি বলে?
আচ্ছা বন্ধুত্বের উপরে যে সম্পর্ক থাকে তাহাকে কি বলে?

এ আমার প্রেম না?
এ আমার বন্ধুত্ব না?
অন্য কিছু!
অন্য কিছু?
অন্য কিছু।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …