প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটে ইতিহাস ঐতিহ্যের ঠান্ডা কালী মেলা

নাঙ্গলকোটে ইতিহাস ঐতিহ্যের ঠান্ডা কালী মেলা

রবিউল হোসাইন রাজুঃ-

কুমিল্লার নাঙ্গলকোটের মোগরা গ্রামে যুগ যুগ ধরে অনুষ্ঠিত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঠান্ডা কালীর মেলা। বৃটিশদের শাসন আমল থেকে প্রতি বছর মাঘ মাসের এক তারিখে এ মেলা অনুষ্ঠিত হয়। এটি দক্ষিণ কুমিল্লার সবচেয়ে বড় মেলা। দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ হরেক রকম পণ্য কিনতে এ মেলায় ভিড় জমায়।

খেলনা সাঝানো দোকান খেলনা দোকান

মেলার দিন এলাকার মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। সার্কাস, নাগর দোলা ,খেলার সামগ্রী কেনা বেচায় জমজমাট হয়ে উঠে পুরো মেলা। কথিত আছে, নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মোগরা গ্রামের শ্রী উপেন্দ্র চন্দ্র এর বাড়িতে কালি দেবতার নামে পুজা করত। এ পুজা আসরে পাঠা বলি দেওয়া হত। কালক্রমে বাড়িটির নাম কালী বাড়ি হিসেবে পরিচিত লাভ করে।

নাগর দোলা

রপর কালী বাড়ির লোকজন শীত ঋতুতে বাংলা বছরের ১লা মাঘ মেলা শুরু হয়। মেলাটি শীতকালে অনুষ্ঠিত হওয়ায় ঠান্ডা আর কালী বাড়িতে হওয়ায় ঠান্ডা কালীর মেলা নামে পরিচিত। মেলায় বিভিন্ন অপরাধ মোকাবেলায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুতুলের দোকান

স্থানীয়রা জানান, যুগ যুগ ধরে মেলাটি দক্ষিণ কুমিল্লার মানুষের নিকট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মেলাটিতে বড় বড় মাছ, কৃষি যন্ত্রপাতি, নিত্য প্রয়োজনীয় জিনিস ও বাচ্চাদের খেলনার জন্য বিখ্যাত। মেলায় প্রতি বছর তিন থেকে চার লক্ষ দর্শনার্থী এবং চার থেকে পাঁচ হাজার ভ্রামমান দোকান বসে।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …