ইবিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির আঞ্চলিক সেমিনার
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ অর্থনীতি সমিতি ও অর্থনীতি বিভাগের আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সেমিনারটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর-রশিদ আসকারী। অধ্যাপক ড. আব্দুল মুঈদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, আহ্বায়ক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
সেমিনারে মূল প্রবন্ধ “বঙ্গবন্ধুর দর্শন” : তত্ত্ব, প্রয়োগ, উচ্ছেদিত সম্ভাবনা, মুক্ত আলোচনা এবং আঞ্চলিক প্রবন্ধ উপস্থাপন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, বঙ্গবন্ধুর যে দর্শন ছিল তাকে হত্যা করে সে সম্ভাবনা উচ্ছেদ করা হয়েছে অথবা সম্ভাবনাকে উচ্ছেদ করার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। নিজের টাকায় পদ্মা সেতু করার কথা যখন আমরা বলেছি, সবাই বলছে নিজের টাকায় পদ্মা সেতু সম্ভব না, বিশ্ব ব্যাংকের টাকা ছাড়া পদ্মা সেতু করা সম্ভব হবে না, কিন্তু এখন পদ্মা সেতুর ৫০-৭৫% কাজ সম্পন্ন হয়ে গেছে। বাংলাদেশ প্রমাণ করেছে এটি আর ভিক্ষুকের দেশ নাই। প্রমাণ করেছে শক্তিশালী অর্থনীতির ভিত্তির জন্য যা লাগে তাই দেশে আছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: local sex sites
Pingback: ธุรกิจครอบครัว
Pingback: กิฟฟารีน