আব্দুল্লাহ আল মারুফ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায়, ষষ্ঠ শ্রেণীর নবীন বরণ ও শিক্ষা সামগ্রী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারী) অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব সরকার মোঃ ফজলুল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, জেলা পরিষদের সদস্য ও যুগ্ন সাধারণ সম্পাদক আওয়ামীলীগের মোঃ কামরুল হাসান আমিনুল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলীসহ প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে অতিথিরা নবীন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা এবং বিদায়ীদের শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে তাদের সফলতা কামনা করেন। এছাড়া বিদ্যালয়ের বাউন্ডারি করার জন্য ২ লক্ষ টাকা বহুতল অবকাঠামো নির্মাণ, চেয়্যার, টেবিল, খেলাধুলার যাবতীয় সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি এবং অত্রবিদ্যালয়ের শিক্ষকেরা একটি আধুনিক ভবন নির্মাণে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার ও শিক্ষিক, কর্মচারী উপস্থিত ছিলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: najlepsze kasyno
Pingback: Phuket Videographer Photographer
Pingback: site web
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: Go X platform
Pingback: บุหรี่นอกราคาถูก