নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি জোট এর উদ্যেগ এ পালিত হচ্ছে দিনব্যাপী পিঠা উৎসব। পিঠা উৎসব এ চবির বিভিন্ন সংস্কৃতিক সংগঠন অংশগ্রহন করে। সকালে পিঠা উৎসব পরিদর্শন করতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.শিরীন আখতার চৌধুরী বলেন পিঠা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য যা এখন বিলুপ্তির পথে, পিঠা উৎসব এ বিভিন্ন দেশীয় পিঠার সমহার দেখতে পাচ্ছি যা আমাদের কিছুটা হলেও গ্রামীণ জীবনে ফিরিয়ে নিবে।সকাল থেকেই পিঠা উৎসব এ প্রচুর পরিমান দর্শনার্থীদের ভীড় দেখা যায়।
রাতে অনুষ্ঠিত হবে সংস্কৃতিক জোটের উদ্যেগে মনোরম সংস্কৃতিক অনুষ্ঠান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: briansclub
Pingback: fvg คือ
Pingback: เน็ต บ้าน ais
Pingback: ตรวจ Nipt
Pingback: https://est-audit.kz