প্রচ্ছদ / প্রচ্ছদ / সিরাজগঞ্জের কামারখন্দে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

সিরাজগঞ্জের কামারখন্দে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সবাই মিলে শপথ করি, দুর্নীতি বাজদের ঘৃণা করি স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক, সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগিতা।

দুর্নীতির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করতে এই আয়োজন করেছেন কামারখন্দ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ২টায় অত্র বিদ্যালয়ের প্রাঙ্গনে শুরু হয়েছে এ প্রতিযোগিতা।

কামারখন্দ উপজেলার দুপক এর সাধারণ সম্পাদক (প্রেসক্লাবের আহবায়ক সভাপতি) গোলাম কিবরিয়া বলেন, আগামী প্রজন্মকে সৎ, যোগ্য, মেধাবী, দেশপ্রেমিক এবং নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন যুক্তিনির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অত্রবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সেলিম রেজা সেলিম, সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

জানা যায়, কামারখন্দ উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসার মোট ২৭ শিক্ষা প্রতিষ্ঠান একযোগে নিজ নিজ বিদ্যালয়ে দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক, সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …