প্রচ্ছদ / প্রচ্ছদ / জবি শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্য পন্থিদের নিরঙ্কুশ জয়

জবি শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্য পন্থিদের নিরঙ্কুশ জয়

মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে উপাচার্য পন্থিরা। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী ১৫ টি পদের ১৪ টিতেই জয়ী হয়েছেন উপাচার্য পন্থি শিক্ষকেরা। সভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক পদে অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা বেগম নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খন্দকার ।

নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থি সাদা দলের অংশগ্রহণ না থাকায় নীলদল দুই অংশে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নেয়। করে। এছাড়াও “জয় বাংলা শিক্ষক সমাজ” নামে নতুন দল হিসাবে শুধুমাত্র সভাপতি পদে অংশগ্রহণ করেন অধ্যাপক মিল্টন বিশ্বাস।

ফলাফলে সভাপতি পদে অধ্যাপক নুরে আলম আবদুল্লাহ ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর পেয়েছেন ১৯৩ ভোট। এছাড়াও অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস পেয়েছেন ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে শামীমা বেগম ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. একেএম লুৎফর রহমান পেয়েছেন ২৩৩ ভোট।

কোষাধ্যক্ষ পদে অধ্যাপক জহির উদ্দিন আরিফ ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মমিন উদ্দিন জয়ী হয়েছেন।এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে ড. জি এম আলামিন, অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, নোমান মাহফুজ, মোহাম্মদ ইলিয়াস, ড. রেজাউল হোসেন, মোহাম্মদ ইমরান হোসেন, শহানা আক্তার, অধ্যাপক ড. আবুল হোসেন, ড.প্রতিভা রানী কর্মকার এবং লুৎফুন্নাহার নির্বাচিত হয়েছেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …