শামীমুর রহমান, চট্টগ্রাম:
আমাদের দেশে রপ্তানি পোশাক শিল্পের পরেই অবস্থান চামড়া শিল্পের। পোশাক শিল্প এবং চামড়া শিল্পের দিকে তাকালেই দেখা যায় ভিন্ন চিত্র। আমাদের দেশে চামড়া শিল্প বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। চামড়া শিল্পের তৈরি জুতা, ট্রলি ব্যাগ, বেল্ট,মানি ব্যাগ, এবং চামড়ার তৈরি ফ্যান্সি পন্যের চাহিদাও রয়েছে বিশ্বের বাজারে। বাংলাদেশে প্রচুর হস্তশিল্প প্রতিষ্ঠান রয়েছে, যারা এসব পন্য তৈরি করে দেশের বাহিরে পাঠাচ্ছেন। তৈরি এই শতভাগ কাঁচামাল শিল্পই তৈরি হচ্ছে দেশেই। কাঁচামাল এই প্রক্রিয়াজাতের সঙ্গে অনেক দরিদ্র মানুষেরা জীবিকা নির্বাহ করে থাকে।
কিন্ত আমাদের দেশে এই শিল্পের বর্তমানে নাজুক অবস্তা। চামড়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার কোরবানির ঈদে যে চামড়া নষ্ট হয়েছে তা দেশের জন্য অপূরনীয় ক্ষতির সম্ভাবনা রয়েছে।চট্টগ্রাম নগরীর বিভিন্ন চামড়ার গুদাম ও আড়তে গিয়ে দেখা গেছে এই চিত্র। বিক্রির জন্য পড়ে আছে হাজার হাজার চামড়া। এই সময় চামড়া ব্যবসায়ী মো : কাশেম বলেন আমরা চামড়া বিক্রি করতে পারছিনা, আমাদের চামড়া শিল্পের এমন অবস্থা থাকলে আমাদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে।
বাংলাদেশের চামড়া জাত রপ্তানি পন্যের বড় বাজার হচ্ছে, ইটালি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স,জার্মানি, যুক্তরাষ্ট্র ও ক্যানাডা।আমাদের দেশে সরকার এই শিল্পেরর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করলেও তা বেস্তে যাচ্ছে বিভিন্ন সিন্ডিকেটের কারনে। তাই অতীত ভুলে ব্যবসায়ীরা চাচ্ছেন নতুন করে ঘুরে দাড়ানোর জন্য।
সরকার এই শিল্পের প্রতি নজর দিলে সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে গুরুর্তপূর্ন ভুমিকা রাখবে এই শিল্প।তা না হলে এই শিল্প ধ্বংসের মুখে পড়বে মনে করেন বিশ্লেষকরা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
