প্রচ্ছদ / জাতীয় / সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

বিভিন্ন দূতাবাসে কর্মরত বাংলাদেশী নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করে দূতাবাসগুলো কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসী বাহিনীর ব্যালট পেপার ছিনতাই করতে পারবে না-তাই ইভিএম নিয়ে বিএনপি শঙ্খা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শনিবার সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইভিএমের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করে শেখ হাসিনা বলেন, অত্যন্ত সফলভাবে তিনি ইভিএম এ ভোট দিয়েছেন। নির্বাচন কমিশন পর্যায়ক্রমে সারাদেশে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করবে। যাতে মানুষের ভোটাধিকার কেউ কেড়ে নিতে না পারে। যুদ্ধাপরাধীদের উত্তরসূরিরাও কথিত বিদেশি পর্যবেক্ষকের এই এর তালিকায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন কিভাবে দেশি নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে গ্রহণ করেছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হবে বলেও আশাবাদ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …