কলাম✒……..
দেশে সূর্যোদয় হয় শিশু নারী যুবতী কিশোরীদেের হত্যার খুনে রাঙ্গা লাল। যে দেশে ধর্ষন পান্তা ভাতের মতো সহজ পাচ্য, যে দেশের রাত কে দিন দিন কে রাত বানায় চোখের ইশারায়। সে দেশের সুস্থ সুন্দর ভাবে বেঁচে থাকা টা এখন দায়। প্রতিদিন পএিকার পাতায় ধর্ষনের খবর ঘটনা নিত্যকার সাধারন একটি সংবাদ শিরনাম। বছর না পার হওয়া শিশু ধর্ষনের শিকার হচ্ছে, শিকার হচ্ছে নিজেকে আব্ত করা নারি টি ও পোশাকের দোহাই এখানে একেবারে খাটছে না। মসজিদ, মন্দির, বিদ্যাপীঠ কোথাও কন্যা শিশু টি আজ নিরাপদ নয়। মোল্লা মৌলবি হতে শুরু করে পিতা, সবোর্চ্চ শিক্ষিত বলে উপসচিব এর হাত হতেও রেহাই পায় না কন্যা শিশু টি।
কুমিল্লা জেলাধীন লাকসাম উপজেলার বিভিন্ন ঘটনায় এখনো মনে তাড়না দেয়। ধর্ষনের পর ঢেকে রাখতে ধর্ষনের শিকার মেয়েটিকে ধর্মীয় গ্রন্থ ছুয়ে কসম কাটানো হয় বেহেস্তের টিকেট দিবে বলে। কতটুকু নিচে নামলে এমন ভাবনা মনে আসে?
আমরা দর্শক তাই হয়ত ধর্ষনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারি না, পারি না একটু শান্তি মতো ঘুমুতে। প্রতিদিন আর্তঙ্কের মধ্যে দিন যাপন করতে হয়। কতক্ষনে আপনার আমার মা বোন ধর্ষিত হয়।
আপনার আমার শিশুটি নিরাপদে আছে তো?? ছোট্ট নীড়টিকেও নিরাপদ মনে হয় না। এটা কি ধরনের শাস্তি পাচ্ছি মনে? কন্যা শিশু জন্ম দিয়ে কি বাবা – মায়েরা অপরাধ করেছে যে কিনা একটু শান্তি তে ও ঘুমাতে পারছে না। সারাক্ষন এক অজানা আতঙ্কে আতঙ্কিত হয়ে থাকতে হয়। যে শিশুটি জিবনের মানে কি বুঝতে শিখে নি অথচ তাকে কিনা মেনে নিতে হয় এমন নির্মম মৃত্যু। মৃত্যুর আগে সহ্য করতে হল পৃথিবীর নিকৃষ্টতম অত্যাচার। একটা বিকৃত নরপশু এই শিশু গুলোর শৈশব কৈশোর সব কেড়ে নিল। কি অপরাধ ছিল ওই শিশু গুলোর? যার জন্য তাকে এত বড় শাস্তি পেতে হল কোথায় আজ মানবতা? মানবতা আজ লুন্ঠিত, তাই আতঙ্কিত হয়ে দিনাতি পাত করাই আমাদের প্রাপ্য। আমরা কি পারি না ধর্ষকদের সবোর্চ্চ শাস্তি জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকর করাতে। যাতে ধর্ষক নামক পশু গুলোর মনে স্পৃহা কখনো জেগে না ওঠে।
তাহলে বাঁচবে আমার আপনার কন্যা শিশুটি। আমি বিচলিত সেই সব অমানুষ দের নিয়ে যারা সমাজে ভদ্র চেহেরার মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। কঠিন আইনের পাশাপাশি সমাজ কে বুঝতে হবে মানতে হবে এই লজ্জা ধর্ষনের শিকার নারি বা শিশুর নয়, এই লজ্জা ধর্ষকের। তা না হলে সমাজে ধর্ষনের মতো অপরাধ থামানো কঠিন হয়ে পড়বে।
লেখকঃ- শামীমুর রহমান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: เว็บปั้มไลค์
Pingback: checkslip
Pingback: casino monixbet
Pingback: พรมปูพื้นรถยนต์
Pingback: crypto news