প্রচ্ছদ / আন্তর্জাতিক / ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

ফারুক হোসেন, ওমান প্রতিনিধি।

ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক বাংলাদেশি। বিষয়টি নিশ্চিত করেছে ওমানের বাংলাদেশ দূতাবাস। আহত ব্যক্তিকে নেজুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত রোববার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টায় রাজধানী মাস্কাট থেকে ৩০০ কিলোমিটার দূরে আদম নামক এলাকায় প্রাইভেটকার চাপায় এ হতাহতের ঘটনা ঘটে।

গাড়ির চালক ছিলেন ওমানি এক নারী। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আদম হাসপাতালের মর্গে নিয়ে যায়।

নিহত চারজনের মধ্যে দু’জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তেলিবিল ইউনিয়নের শহিদ আলীর ছেলে সবুর আলী ও একই উপজেলার হাজিপুর ইউনিয়নের বাইলেরপাড় গ্রামের মুসলেম আলীর ছেলে মো. লিয়াকত আলী। অপর দুই বাংলাদেশির পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া আহত ব্যক্তির বাড়ি চট্টগ্রামের রাউজানের বলে জানা গেছে।

দূতাবাস সূত্র জানায়, কাজ শেষে একটি বাইপাস সড়ক ধরে একসঙ্গে বাইসাইকেল চালিয়ে ফেরার পথে আদম আল বুসাঈদি নামক স্থানে পেছন থেকে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই চারজন নিহত হন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …