প্রচ্ছদ / প্রচ্ছদ / নোয়াখালীতে মৎস্য চাষ ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

নোয়াখালীতে মৎস্য চাষ ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ II (NATP-II) এর আওতাধীন “Food Based Initiative for Improving Household Food Security, Income Generation and Minimizing Malnutrition” নামক উপ-প্রকল্পের অধীনে আজ “মৎস্য চাষ, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা” আয়োজন করা হয়েছে।

৫ ফেব্রুয়ারী নোয়াখালী জেলার বাংলাবাজারস্থ ৯৪ সল্যা গ্রামে বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের টেকনিক্যাল অফিসার নুর মোঃ সেলিম এর সঞ্চালনায় এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং উক্ত উপ-প্রকল্পের সহকারী প্রধান গবেষক জনাব আকরাম উল্যা কর্মশালায় পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেন এছাড়া আরো দিকনির্দেশনা দেন মৎস্য ও সমুদ্র বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মিলন সরকার, আস-আদ উজ্জামান নুর, ফারজানা হক ও শিমা কর্মকার।

উপ-প্রকল্পের প্রধান গবেষক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন জানান, যে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে গ্রামের সাধারণ শ্রমজীবী মানুষদের সচেতন করার পাশাপাশি বাসস্থান সংলগ্ন পুকুরে মাছ চাষে উদ্বুদ্ধ করাই করাই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য।

মাইনুদ্দিন পাঠান
নোবিপ্রবি প্রতিনিধি
১৮৫৯৭৪৩৯৭৯

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …